ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন মার্কাস স্টইনিস!

প্রকাশিত হয়েছে - 2025-02-06T13:18:50+06:00
আপডেট হয়েছে - 2025-02-06T13:22:36+06:00
মার্কাস স্টইনিস তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটের একজন সফল খেলোয়ার বলা চলে। ব্যাটে-বলে তার অনন্য প্রতিভার সাক্ষ্যি হয়েছে পুরো বিশ্ব। জাতীয় দল থেকে ফ্রাইনচাইজ ক্রিকেট সবখানেই নিজের সাফল্যের ছাপ রেখেছেন এই ক্রিকেটার। এমন এক ক্রিকেটারের অবসর বড্ড বেমানান। গত ২৬ জানুয়ারি অস্ট্রেলিয়ার ঘোষিত চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে অটোচয়েজ সদস্য ছিলেন স্টইনিস। তবে, ৬ ফ্রেব্রুয়ারি মানে আজ হঠাৎ তার অবসরের ঘোষণা ভাবতে বাধ্য করেছে শত ক্রিকেট ভক্তের। আজ সকালেই অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম থেকে নিশ্চিত হওয়া গেছে তার অবসরের কথা। কিন্তু, কি কারণে এবং কেন অবসর নিয়ে তা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তার এমন অবসর অজি ক্রিকেটকে একটু হলেও প্রভাবিত করবে। সামনে বড় ইভেন্টের আগে এমন অবসর বাকি প্লেয়ারদের মানসিকতায় পরিবর্তন আনবে। এর আগে ইনজুরির কারণে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক কামিন্স। তাই, সব পরিস্থিতি বিবেচনায় একটু হলেও ব্যাকফুটে অস্ট্রেলিয়ান ক্রিকেট। অবসরের আগে ওয়ানডেতে ৭১ ম্যাচ খেলে করেন ১৪৯৫ রান, এভারেজ প্রায় ২৭ এবং স্ট্রাইকরেট ৯৪। ফিফটি ৬ টি ও তার বিপরীতে সেঞ্চুরি ১টি। বল হাতে ৭১ ম্যাচে ৬ ইকোনমিতে নেন ৪৮ উইকেট। ফিনিশিংয়ে তার ব্যাটিং অজিদের অনেক ম্যাচ জিততে সহায়তা করেছে। ওডিয়াই থেকে অবসর নিলেও, টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাবেন স্টইনিস।