██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ডর্টমুন্ডের কাছে হেরেও চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে বার্সালোনা

ডর্টমুন্ডে গিগাসির হ্যাটট্রিকেও শেষ রক্ষা হয়নি, শেষ চারে বার্সেলোনা

ডর্টমুন্ডের কাছে হেরেও চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে বার্সালোনা

প্রকাশিত হয়েছে - 2025-04-16T14:40:29+06:00

আপডেট হয়েছে - 2025-04-16T14:41:00+06:00

নিজেদের মাঠে বড় জয়ের পর প্রতিপক্ষের মাঠে কিছুটা বিপর্যস্ত হলেও শেষ হাসি হাসল বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ৩-১ গোলে হারলেও দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলের জয় নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে হান্সি ফ্লিকের শিষ্যরা।

ডর্টমুন্ডে সেগু গিগাসির হ্যাটট্রিক কিছু সময়ের জন্য কাতালান শিবিরে দুশ্চিন্তা তৈরি করলেও প্রথম লেগে পাওয়া ৪-০ গোলের জয়ের কারণে সুবিধাজনক অবস্থানে ছিল বার্সেলোনা। যদিও এই হারে শেষ হলো তাদের টানা ২৪ ম্যাচের অপরাজেয় যাত্রা। ২০২৫ সালে এটাই তাদের প্রথম হার। ম্যাচে বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল ডর্টমুন্ড। তারা নিয়েছিল ১৮টি শট, যার ১১টি ছিল লক্ষ্যে। বিপরীতে বার্সার মাত্র সাতটি শটের দুটি ছিল লক্ষ্যে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিকরা।

বার্সেলোনা

নবম মিনিটে পেনাল্টি থেকে গিগাসির গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড। গোলরক্ষক ভয়চেক স্ট্যান্সনির অহেতুক ফাউলে এই সুযোগ তৈরি হয়। প্রথমার্ধে একচেটিয়া আধিপত্য ছিল ডর্টমুন্ডের। বার্সেলোনার উল্লেখযোগ্য কোনো সুযোগ ছিল না বললেই চলে। তাদের একমাত্র উল্লেখযোগ্য সুযোগ আসে ৩৯তম মিনিটে, তবে তা কাজে লাগাতে পারেননি জুল কুন্দে। দ্বিতীয়ার্ধের শুরুতেই স্ট্যান্সনি দুর্দান্ত ডাবল সেভে গোল ঠেকালেও ৪৯তম মিনিটে গিগাসি হেডে তার দ্বিতীয় গোল করেন। তবে বার্সেলোনার ঘুরে দাঁড়াতে সময় লাগেনি। মাত্র চার মিনিট পর ফেরমিন লোপেসের পাস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন ডর্টমুন্ড ডিফেন্ডার রামি। এতে দুই লেগ মিলিয়ে বার্সেলোনার এগিয়ে যাওয়ার ব্যবধান দাঁড়ায় ৫-২। গিগাসি অবশ্য ৭৫তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। রোনাল্দ আরাউহোর ব্যর্থ ক্লিয়ারেন্স থেকে সুযোগ নিয়ে কাছ থেকে গোলটি করেন তিনি। এরপর ইউলিয়ান ব্রান্ডট গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

শেষ সময়ে আর উল্লেখযোগ্য কোনো ঘটনা না ঘটায়, বার্সেলোনা নিশ্চিত করে তাদের বহু প্রতীক্ষিত সেমিফাইনাল। ২০১৯ সালের পর এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে উঠল কাতালানরা। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ অথবা ইন্টার মিলান।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

সম্পর্কিত খবর

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.