
প্রকাশিত হয়েছে - 2025-05-02T00:44:51+06:00
আপডেট হয়েছে - 2025-05-02T00:44:51+06:00
বাবর আজম নামটাই এক সময় ছিল পাকিস্তানের ব্যাটিংয়ের ভরসা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেন ধারটা হারিয়ে ফেলছেন তিনি। বিশেষ করে এই অবস্থায় নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়েই এখন সংশয়ে ভুগছেন বাবর আজম। জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খোলাখুলিই বললেন, দলে থাকা না থাকা তার হাতে নেই, সেটা নির্ভর করে নির্বাচক ও কোচদের সিদ্ধান্তের ওপর। বাবরের ভাষায়, “আমার কাজ হলো পারফর্ম করা। সেটা যে ফরম্যাটেই হোক। দলে সুযোগ পাওয়া বা না পাওয়া আমার নিয়ন্ত্রণে নেই। যতদিন আল্লাহ চাইবেন, ততদিন খেলে যাব।তিনি আরও জানান, নিউজিল্যান্ড সিরিজে বাদ পড়া তাদের বিশ্রাম হিসেবে জানানো হয়েছিল, এখন দেখার বিষয় তারা ভবিষ্যতে কী সিদ্ধান্ত নেয়”।
বাবর
তিন ফরম্যাটেই এখন খরা কাটাতে পারছেন না এই ডানহাতি ব্যাটার। মাঝে মধ্যে হয়তো ২-১ টা ভালো ইনিংস খেলছেন তবে তা হয়তো দলের জন্য খুব একটা কার্যকরী হচ্ছে না,আবার অনেকের ভাষায় সেলফিশ নকও বলা চলে।বাবরের পারফরমেন্সে সন্তুষ্ট নন খোদ তার দেশের কিংবদন্তীরাও। সবশেষ ১১টি আন্তর্জাতিক ইনিংসে একটিও ফিফটি নেই বাবর আজমের ব্যাটে যা নিশ্চিতভাবেই কিছুটা উদ্বেগের।
সম্প্রতি পাকিস্তান সুপার লিগেও নিজেকে ফিরে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাবর তবে এই ব্যর্থই বলা চলে পাকিস্তানি ডানহাতি ব্যাটারকে । পেশাওয়ার জালমির নেতৃত্বে নেমেছেন মাঠে, কিন্তু ব্যাটে সেভাবে ঝলক দেখাতে পারেননি। শুধুমাত্র করাচি কিংসের বিপক্ষে ৪১ বলে ৪৬ ও লাহোর কালান্দার্সের বিপক্ষে ৪২ বলে ৫৬ রানের ইনিংস কিছুটা স্বস্তি দিলেও তাতে মেলে না আত্মবিশ্বাস। সর্বশেষ ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ফিরেছেন মাত্র ১২ রানে। যা পরিস্থিতি, তাতে বাবর নিজেও হয়তো বুঝতে পারছেন ব্যর্থতার চাপ ক্রমেই বাড়ছে।
এদিকে পরিসংখ্যানের পাতায় চোখ রাখলে এখনো বাবর আজম পাকিস্তানের টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার। এই সংস্করণে তার তিনটি শতক, দেশের হয়ে সর্বোচ্চ ৩৬টি অর্ধশতক এবং ৪ হাজার ২২৩ রানের মালিক তিনি। স্ট্রাইক রেট ১২৯.২২, গড় ৩৯.৮৩—যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যথেষ্টই ভালো মানের। কিন্তু বর্তমান ফর্ম বিবেচনায় সেই পরিসংখ্যানও যেন হারিয়ে যাচ্ছে।
বাবর আজমের এই দুর্দিনে তার ভবিষ্যৎ ঠিক কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার অপেক্ষায়। পারফরম্যান্সে ফেরার এই লড়াই শুধু একজন ক্রিকেটারের নয়, বরং দেশের অন্যতম সেরা ব্যাটারের আত্মপ্রমাণের লড়াই।