পিএসএলে অভিষেকেই নজরকাড়া রিশাদ, ভিসা-শাহীনদের প্রশংসায় ভাসছেন টাইগার লেগস্পিনার

প্রকাশিত হয়েছে - 2025-04-14T21:05:40+06:00
আপডেট হয়েছে - 2025-04-14T21:05:40+06:00
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের প্রথম ম্যাচেই নজর কাড়লেন বাংলাদেশি তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ জয়ে রেখেছেন বড় ভূমিকা। অভিষেক ম্যাচেই ৪ ওভারে ৩১ রানে শিকার করেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।
এর আগে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে প্রথম ম্যাচে একাদশে সুযোগ না পেলেও, ডেভিড ভিসার ইনজুরিতে দ্বিতীয় ম্যাচে একাদশে জায়গা পান রিশাদ। আর সুযোগ পেয়েই প্রমাণ করেন নিজের সামর্থ্য। রিশাদের নৈপুণ্যে লাহোর ৭৯ রানের বড় জয় পায় কোয়েটার বিপক্ষে। বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তিনিই। ২২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ১৪০ রানেই গুটিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রিশাদ।
রিশাদ-হোসেন
ম্যাচ শেষে রিশাদের প্রশংসায় ভাসিয়েছেন সতীর্থ ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা ডেভিড ভিসা বলেন, "রশিদ খানের অভাব পূরণ করা সহজ নয়। গত মৌসুমেও আমরা তাকে ভীষণভাবে মিস করেছি। কিন্তু সেই জায়গায় রিশাদ একজন দারুণ প্রতিভাবান বোলার। সে আমাদের দলের জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারে। আশা করি, সামনে আরও ভালো করবে।"
এছাড়া ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদিও রিশাদের প্রশংসা করেন। "আজ রিশাদকে নেওয়ার কারণ ছিল। আমরা এমন একজন বোলার খুঁজছিলাম, যিনি মাঝের ওভারগুলোয় উইকেট এনে দিতে পারেন। ভিসা চোটে ভুগছিল, আসিফ আফ্রিদি নতুন বলে বল করছিলেন। তাই রিশাদই ছিল আমাদের সেরা বিকল্প, এবং সে সেটি প্রমাণ করেছে," বলেন শাহীন।
সবমিলিয়ে নিজের পিএসএল অভিষেক ম্যাচটা স্মরণীয় করে রাখলেন তরুণ টাইগার লেগস্পিনার রিশাদ হোসেন। ভবিষ্যতের ম্যাচগুলোতে লাহোরের বোলিং আক্রমণে তার গুরুত্ব যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।