██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

রিয়ালের দুরন্ত জয়, শেষ ষোলোয় ভিনিসিয়ুসের ‘গুতি স্মরণীয়’ ব্যাকপাসে ঝলক

রিয়ালের দুরন্ত জয়, শেষ ষোলোয় ভিনিসিয়ুসের ‘গুতি স্মরণীয়’ ব্যাকপাসে ঝলক

প্রকাশিত হয়েছে - 2025-06-27T12:01:23+06:00

আপডেট হয়েছে - 2025-06-27T12:01:23+06:00

ক্লাব বিশ্বকাপে দারুণ ফর্মে থাকা রিয়াল মাদ্রিদ এবার অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গকে ৩–০ গোলে হারিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে উঠে গেল শেষ ষোলোয়। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকেই নকআউট পর্বে পা রাখল জাবি আলোনসোর শিষ্যরা।

ম্যাচের গোলদাতা ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, ফেদেরিকো ভালভের্দে ও গঞ্জালো গার্সিয়া। তবে পারফরম্যান্সে সবার চোখ কেড়েছেন ভিনিসিয়ুস। প্রথমার্ধে দুর্দান্ত এক গোল করার পাশাপাশি ভালভের্দের গোলে দৃষ্টিনন্দন ব্যাকহিল পাস দিয়ে মনে করিয়ে দিয়েছেন রিয়ালের কিংবদন্তি মিডফিল্ডার গুতি রদ্রিগেজকে।

৪০ মিনিটে জুড বেলিংহামের ডিফেন্স–চেরা পাস ধরে ডানপ্রান্তে দুই ডিফেন্ডার ঘিরে থাকলেও বাঁ পায়ের নিখুঁত শটে জালের দেখা পান ভিনিসিয়ুস। অতঃপর প্রথমার্ধের ইনজুরি টাইমে বল নিয়ে সালজবুর্গের বক্সে ঢুকে পেছনে থাকা ভালভের্দেকে ব্যাকহিল পাস দেন তিনি, যা থেকে সহজেই গোল করেন উরুগুইয়ান মিডফিল্ডার।

ভিনির এই ব্যাকপাস নিয়ে ফুটবলপ্রেমীদের মনে পড়ে যায় ২০১০ সালের গুতি-বেনজেমার সেই ঐতিহাসিক মুহূর্ত—ডেপোর্তিভোর বিপক্ষে ‘চোখধাঁধানো’ ব্যাকপাসে গোল করিয়েছিলেন বেনজেমাকে।

ক্রিকেটের সব ব্রেকিং নিউজ পেতে যোগ দিন হোয়াটসঅ্যাপে

ভিনিসিয়ুস-জুনিয়র

ভিনি নিজেও ম্যাচশেষে বললেন, ‘গোল বানাতে পছন্দ করি। সবাই ভেবেছিল আমি শট নেব। ফেদের চিৎকার শুনে ব্যাকপাস দিই। এটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা অ্যাসিস্ট, কারণ এটি ফেদের জন্য। সে সবসময় আমাকে সমর্থন দেয়।’

দ্বিতীয়ার্ধে দাপট ধরে রাখলেও তৃতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় ৮৪ মিনিট পর্যন্ত। সালজবুর্গের ডিফেন্ডারের ভুলে বল পেয়ে স্প্যানিশ তরুণ গঞ্জালো গার্সিয়া চতুর লব শটে গোল করে জয় নিশ্চিত করেন।

এদিকে অসুস্থতার কারণে এ ম্যাচেও মাঠে নামেননি কিলিয়ান এমবাপ্পে। ক্লাব বিশ্বকাপে এখনও প্রথম ম্যাচ খেলতে পারেননি তিনি। তবে তাতে কোনো প্রভাব পড়েনি রিয়ালের পারফরম্যান্সে। ৬৪ হাজার ৮১১ দর্শক লিংকন স্টেডিয়ামে রিয়ালের চোখধাঁধানো ফুটবল উপভোগ করেন, বিশেষ করে বেলিংহামের বল পায়ে পেলেই গ্যালারি ফেটে পড়ে গর্জনে।

ভিনিসিয়ুস এই গোলের মাধ্যমে মৌসুমে নিজের গোলসংখ্যা ২২-তে নিয়ে গেলেন (৫৫ ম্যাচে), সঙ্গে ১৬টি অ্যাসিস্টও করেছেন। এই গোলটি দিয়ে তিনি কাটালেন দীর্ঘ গোলখরা—আর্সেনালের বিপক্ষে এপ্রিলের কোয়ার্টার ফাইনালের পর টানা ৮ ম্যাচে গোল করতে পারেননি।

শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস, ম্যাচটি অনুষ্ঠিত হবে হার্ড রক স্টেডিয়ামে আগামী মঙ্গলবার রাতে। অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে সৌদি ক্লাব আল হিলাল।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

রিয়ালের এমন পারফরম্যান্সে সমর্থকদের চোখ এখন শুধু জয়ের ধারাবাহিকতায় নয়, অপেক্ষা এমবাপ্পের মাঠে ফেরারও। তবে ভিনির শৈল্পিক ফুটবল আর গুতি-স্মরণীয় ব্যাকপাস এই ম্যাচকে করে তুলেছে সত্যিই স্মরণীয়।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.